
রমজানের প্রথম দিন রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার জমে উঠে।

রমজান মাস জুড়েই চকবাজারের ইফতার সামগ্রীর বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকে। তারা ঐতিহ্যবাহী এসব ইফতার সামগ্রী কিনতে পুরো রমজান মাস জুড়েই আগ্রহ নিয়ে চকবাজারে আসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোকে কেন্দ্র করে জমে উঠেছে ইফতার বাজার।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট ও অস্থায়ীভাবে বসেছে ইফতার বাজার।

চকবাজারের শাহি মসজিদের সামনে দোকানিরা ইফতারির পসরা সাজিয়ে বসেন।

দুপুরের পর থেকেই ইফতার কিনতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করতে শুরু করে।

স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে শুরু হওয়া ঢাকার এই ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলোর সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দূর-দূরান্তে।

গত বছরের চেয়ে এবার ইফতারসামাগ্রীর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
বছর ঘুরে প্রতিবার পবিত্র রোজার মাসে জমে ওঠে ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো। রোজাদারদের পাশাপশি ভোজন রসিকদেরও দেখা মেলে এই বাজারগুলোতে। কেউ বা নিয়ম মেনে প্রতি বছরই ইফতার কিনতে চলে আসেন, কেউ বা আসেন স্বাদ বদলানোর আশায়। এ ছাড়া বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়ে ইফতারের টেবিলের সুন্দর মুহূর্তগুলোকে যেন দ্বিগুণ বাড়িয়ে তোলে এই জনপ্রিয় খাবারগুলো।