Logo
×

Follow Us

ছবিঘর

গুলি থেকে গহনা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১৭:২২

গুলি থেকে গহনা

থুন চানথা চান সারা বিশ্বে শান্তি থাকুক, বিশ্বের সব মানুষ মিলেমিশে আনন্দে থাকুক। শান্তির এ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে গুলির খোসা হাতে তুলে নিয়েছেন থুন। সেই খোসা দিয়ে বানাচ্ছেন সুন্দর সুন্দর গয়না।

গুলি থেকে গহনা

থুনের বাবা কম্বোডিয়ার যুদ্ধের সময় মারা যান। ফলে খুব অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে থুনকে।

গুলি থেকে গহনা

থুনের বয়স এখন ৪২ বছর। বাবার মৃত্যুর পর যেনতেন উপায়ে সংসারের খরচ মিটানোর ব্যবস্থা করলেই তার চলতো। কিন্তু থুন তা করেননি। মনে হয়েছে, তার মতো আর কেউ যেন যুদ্ধের কারণে পিতৃহারা না হয় সেই ব্যবস্থা করা দরকার। তখনই অভিনব এক বুদ্ধি আসে মাথায়– গুলির খোসা দিয়েই যুদ্ধবিরোধী বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

গুলি থেকে গহনা

তা চাইলেই তো সবসময়, সব জায়গায় গুলির খোসা পাওয়া না। গুলির খোসা সংগ্রহের জন্য থুনকে যেতে হয় শুটিং রেঞ্জ বা সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে পাওয়া গুলির খোসা থেকেই প্রায় দুই দশক ধরে দৃষ্টিনন্দন এবং টেকসই সব গহনা বানিয়ে আসছেন তিনি।

গুলি থেকে গহনা

শুটিং রেঞ্জ বা সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র থেকে দিনে অন্তত পাঁচ কেজি গুলির খোসা পান থুন। সেগুলো গলিয়ে কঠিন এবং সময়সাপেক্ষ এক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় নানা ধরনের গয়না।

গুলি থেকে গহনা

বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা গুলির খোসা দিয়ে ব্রেসলেট, নেকলেস, কানের দুল ইত্যাদি তৈরি করেন থুন। তৈরি হবার পর সেগুলো ৫ থেকে ২০ ইউরো দামে বিক্রি করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫