Logo
×

Follow Us

ছবিঘর

লক্কড়-ঝক্কড় বাস মেরামতের হিড়িক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১৭:৩২

লক্কড়-ঝক্কড় বাস মেরামতের হিড়িক

ঈদ সামনে রেখে বাস মেরামতের হিড়িক পড়েছে। লক্কড়-ঝক্কড় পুরনো বাসগুলোকে মেরামত করে চলছে নতুন করার চেষ্টা।

লক্কড়-ঝক্কড় বাস মেরামতের হিড়িক

দেওয়া হচ্ছে রং-তুলির আঁচড়। আবার কোথাও পুরোনো ইঞ্জিন ও চেসিসের ওপর নতুন বডি বসানোর কাজ করা হচ্ছে।

লক্কড়-ঝক্কড় বাস মেরামতের হিড়িক

এসব বাস মালিকের সবারই লক্ষ্য ঈদের যাত্রী বহন করা। ঢাকার আশপাশের ওয়ার্কশপগুলোতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ব্যস্ত সময় পার করছেন ওয়ার্কশপের কারিগর ও রং মিস্ত্রিরা।

লক্কড়-ঝক্কড় বাস মেরামতের হিড়িক

রাজধানীর মিরপুর, পল্লবী, গাবতলী, আমিনবাজার থেকে হেমায়েতপুর, ডেমরা, কাজলা ও সায়েদাবাদ এলাকায় অর্ধশতাধিক ওয়ার্কশপে চলছে বাস মেরামতের কাজ।

লক্কড়-ঝক্কড় বাস মেরামতের হিড়িক

ঈদযাত্রী বহনে অনেক নামি-দামি কোম্পানিগুলো তাদের বাস মেরামত ও রং করে দৃষ্টিনন্দন করেন। এটি তাদের রুটিন কাজ। পাশাপাশি ঈদযাত্রায় দূরপাল্লার রুটের বাসের সংকটও দেখা দেয়। ওই সংকটের সুযোগ নেন অনেক বাস মালিক ও শ্রমিকেরা।

লক্কড়-ঝক্কড় বাস মেরামতের হিড়িক

লক্কড়-ঝক্কড় বাসে রং করিয়ে যাত্রী আকর্ষণ করার চেষ্টা করেন। রং লাগানো এসব গাড়ি অনেক ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় আবার কখনও কখনও বিকল হয়। এতে তৈরি হয় যানজট। ভোগান্তির শিকার হন যাত্রীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫