জব্বারের বলীখেলা ঘিরে সোমবার সকাল থেকে মেলা বসেছে। রবিবার বিকাল থেকে লালদিঘী ময়দানের বাইরে ও আশপাশের এলাকায় মেলার জিনিসপত্র এনে রাখা হয়। সোমবার দোকানিরা পণ্যের পসরা সাজিয়ে বসেন।

নগরের আন্দরকিল্লা মোড় থেকে লালদিঘী ময়দান হয়ে কোতোয়ালি থানা মোড় পর্যন্ত মেলার দোকান সাজানো হয়েছে। পাশাপাশি কেসিদে রোডের সিনেমা প্যালেস পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটারজুড়ে মেলার দোকান বসানো হয়েছে।
মেলায় গ্রাম-বাংলার বিভিন্ন লোকজ শিল্পের পাশাপাশি শিশুদের খেলনা, বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, গৃহস্থালি পণ্য; দা-ছুরি ও বটি, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
এ ছাড়া নানা ধরনের হস্তশিল্প এবং ফল ও ফুলের গাছ নিয়ে পসরা সাজিয়েছে তারা। সকাল থেকে বিক্রেতারা মেলায় বেচাকেনা করছেন।
ঈদের আমেজে মঙ্গলবার (২৫ এপ্রিল) বসছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৪তম আসর। এ উপলক্ষে আজ সোমবার (২৪ এপ্রিল) থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা। লালদীঘির পাড়ে বসা এই মেলা চলবে বুধবার পর্যন্ত।