সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
ফুলেল শ্রদ্ধায় চিত্রনায়ক ফারুককে শেষ বিদায় জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ।
ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ আকবর হোসেন পাঠান ফারুকের সম্পর্কে নায়ক ফেরদৌস কথা বলছেন গণমাধ্যমের সামনে।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাবার শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুকের ছেলে রওশন হোসেন পাঠান শরৎ।

ফারুককে শ্রদ্ধা জ্ঞাপন করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, নিপুন, জায়েদ খানসহ ঢাকাই সিনেমার নবীন প্রবীন বহু পরিচিত মুখ।

ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ আকবর হোসেন পাঠান ফারুকের সম্পর্কে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলছেন গণমাধ্যমের সামনে।
‘সুজনসখী’, ‘গোলাপী এখন ট্রেনে’র মত সাড়া জাগানো চলচ্চিত্রের নায়ক, ঢাকাই সিনেমার ‘মিয়া ভাই’ আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ মঙ্গলবার নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শ্রদ্ধায় ভালোবাসায় শেষ বিদায় জানান সর্বস্তরের মানুষ।