
শরীয়তপুরের ছয়টি উপজেলা জুড়ে সবুজ পাতায় স্বপ্ন বুনছেন ভুট্টা চাষিরা। ইতোমধ্যে অনেকেই ভূট্টা চাষাবাদ করে ঘরে ফসল তুলে ফেলেছে।

কোথাও কোথাও ভূট্টা বেরিয়ে পেকে আসছে । কম সময়ে ও ভূগর্ভ স্তরের পানি কম ব্যবহার করতে ভূট্টা আবাদের জন্য কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকছেন।

পদ্মা নদীর বুকে জেগে উঠেছে একাধিক চর। সেই চরে গড়ে উঠেছে বসতি। চলছে নানা জাতের ফসলের চাষাবাদ। পদ্মার বুকে সবচেয়ে বেশি চর জেগেছে জাজিরা উপজেলায়।