-64c79d7c53f00.jpg)
গাছে গাছে বিদেশি খেজুর ঝুলে আছে।
-64c79d7c6c480.jpg)
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশি খেজুরের চাষ।
-64c79d7c82839.jpg)
পাহাড়ের মাটিতে বিদেশি জাতের খেজুর চাষ।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর থেকে প্রায় তিন কিলোমিটার আঁকাবাঁকা মেঠোপথ বেয়ে রসুলপুর নামক এলাকায় গভীর অরণ্য ভেদ করে বিশালাকার কয়েক খণ্ড জমিতে গাছে গাছে বিদেশি খেজুর ঝুলে আছে। দেখতেই যেন চোখ জুড়িয়ে যায়। দেশের মাটিতে পরীক্ষামূলকভাবে বিদেশি খেজুরের চাষ করে সফলতার মুখ দেখছেন মো. নুর আলম। একইসঙ্গে একই জমিতে ড্রাগনসহ বিভিন্ন মিশ্র ফলের গাছ লাগিয়ে সফলতা পেয়েছেন তিনি। পাহাড়ের মাটিতে বিদেশি জাতের এই খেজুর চাষের সফলতায় এখানকার কৃষকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।