
‘লা টোমাটিনা’ উৎসবে এবার ১২০ টন পাকা টমেটো অংশগ্রহণকারীরা একে অন্যের দিকে ছুঁড়েছেন৷ অংশ নিয়েছেন ১৫ হাজার টমেটো যোদ্ধা৷ বুনিওল গ্রামের বাসিন্দারা তো ছিলেনই৷ তার সঙ্গে বরাবরের মতো যোগ দিয়েছেন পর্যটকেরাও৷

উৎসবের জন্য কর্তৃপক্ষ আগে থেকে টমেটোর যোগান নিশ্চিত করে৷ ট্রাকে করে অংশগ্রহণকারীদের দিকে টন টন টমোটো ছুঁড়ে দেয়া হয়৷

টমেটোর হাত থেকে এদিন নিস্তার নেই কারো৷ অনেকে বড়জোর গোগলস পরে চোখ রক্ষার চেষ্টা করেন৷ সাধারণত টি শার্ট আর শর্টস পরে উৎসবে অংশ নেন সবাই৷

উৎসবের দিন প্লাজা ডেল পুয়েব্লোয় সকাল ১০টায় চার্চের ঘণ্টা বেজে ওঠে৷ কাঠের খাম্বায় ঝুলিয়ে বিশাল এক মাংসপিণ্ড নিয়ে আসা হয় প্লাজায়৷ ট্রাক ভরে ভরে আনা হয় টমেটো৷ স্পেনের ঐতিহ্যবাহী মাংস নীচে নামাতেই ট্রাক থেকে উড়ে আসতে থাকে টমেটো৷ শুরু হয় সেই টমেটো নিয়ে যুদ্ধ৷ আশপাশের বাড়ির মানুষরাও যোগ দেন সেই যুদ্ধে৷ ওপর থেকে ঠান্ডা পানি ছুঁড়ে মারেন তারা৷

উৎসব শেষ হলে জলে গা ধুয়ে নেয়ার এমন ব্যবস্থাও আছে রাস্তায়৷ শরীর থেকে লড়াইর এই চিহ্ন মুছে ফেলতে খুব একটা সময় লাগে না৷

টমেটো লড়াইয়ে রাস্তা তো বটেই আশেপাশের বাড়িঘরের দেয়ালও লাল হয়ে যায়৷ উৎসব শেষ হলেও বাসিন্দাদের তাই ফুরসৎ মেলে না৷

প্রতি বছরের আগস্টের শেষ বুধবার হয় এই উৎসব৷ এজন্য স্পেনের বিভিন্ন শহরের মানুষ, এমনকি বিদেশিরাও আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখেন৷ উৎসবে অংশ নেয়ার ফি মাত্র ১২ ইউরো৷
সময়টা ১৯৪৫। স্পেনের টমেটোর উৎপাদনের জন্য খ্যাত অঞ্চলে অবস্থিত এক গ্রাম বুনিওল। একে অন্যের দিকে টমেটো ছোঁড়ার খেলা শুরু করে স্থানীয় শিশুরা। সেই খেলা পরে লুফে নেয় বড়রাও। ধীরে ধীরে গণমাধ্যমের কল্যাণে তা ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। আর এভাবেই স্পেনের ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয় ‘লা টোমাটিনা’৷ ঐতিহ্যবাহী সেই টমেটো উৎসব হয়ে গেল গত বুধবার (৩০ আগস্ট)। এ নিয়ে দেখুন আজকের ছবিঘর...