Logo
×

Follow Us

ছবিঘর

বাহারি পণ্যের পাহাড়ি হাট

Icon

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১৫:১৭

বাহারি পণ্যের পাহাড়ি হাট

পাহাড়ের হাটে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারীরা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারের এ হাটে প্রতিদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে কেনাবেচা।

বাহারি পণ্যের পাহাড়ি হাট

এই হাটের বিশেষত্ব হলো এখানকার প্রায় সব বিক্রেতাই নারী। পাহাড় বা প্রকৃতি থেকে সংগ্রহ করা বিভিন্ন শাক–সবজি বিকিকিনি করতে আসে নারীরা।

বাহারি পণ্যের পাহাড়ি হাট

এখানে তুলনামূলক কম দামে টাটকা সবজি, ফলমূল, কাঁকড়া, ছোট মাছসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য পাওয়া যায়। মূলত তাজা এবং বিষমুক্ত সবজি কম দামে পাওয়া যায় বলেই স্থানীয়দের কাছে এই হাট বেশ জনপ্রিয়।

বাহারি পণ্যের পাহাড়ি হাট

পাহাড়ের নারীরা পারিবারিক অর্থনীতিতে পুরুষের মতোই ভূমিকা রাখে। ফসল উৎপাদন থেকে শুরু করে হাটে বেচাকেনা সবখানেই নারীদের উজ্জ্বল ভূমিকা রয়েছে। তার প্রমাণ এই হাট।

খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ারে পাহাড়ি হাট। এ হাটের স্থায়িত্ব দুপুর থেকে বিকেল পর্যন্ত। হাটে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন নারীরা। পাহাড়ে জুমে উৎপাদিত বিভিন্ন ফসল, বাঁশ কোড়ল, মিষ্টি কুমড়া, জঙ্গলের আলু, পেঁপে, বিভিন্ন জাতের কচু, হলুদ ও আদা ফুলসহ অন্তত শতাধিক রকমের পণ্য উঠে এই হাটে। এছাড়া পাহাড়ি ছড়ার ছোট মাছ, কাঁকড়া সবই মিলে এখানে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫