কক্সবাজারে পাহাড় কেটে বা পাদদেশে ঝুঁকিতে বাস করছে প্রায় তিন লক্ষাধিক মানুষ। ২০১৫ সাল হতে চলতি বছর পর্যন্ত পাহাড় ধসে কক্সবাজারে ৫২ জনের করুণ মৃত্যু হয়েছে।
বর্ষার শুরুতে ঝুঁকিতে বাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করে দায়িত্ব শেষ করে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
বিভিন্ন সময় পাহাড় ধসে অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা এড়ানো যাচ্ছে না।
বর্ষা আসলেই ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদের হুমকি দেয় প্রশাসন। কিন্তু উচ্ছেদ তো দূরের কথা প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয় না।
