Logo
×

Follow Us

ছবিঘর

রূপগঞ্জে নিষ্ক্রিয় করা হলো ‘বোমা সদৃশ বস্তু’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ২০:০৩

রূপগঞ্জে নিষ্ক্রিয় করা হলো ‘বোমা সদৃশ বস্তু’

পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি ভবন ঘিরে রাখে।

রূপগঞ্জে নিষ্ক্রিয় করা হলো ‘বোমা সদৃশ বস্তু’

লাল বালতিতে ‘বোমা সদৃশ বস্তু’ নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাচ্ছেন বোমা ডিসপোজাল ইউনিটের এক সদস্য।

রূপগঞ্জে নিষ্ক্রিয় করা হলো ‘বোমা সদৃশ বস্তু’

ভবনটি থেকে ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করে নমুনা সংগ্রহ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা আড়িয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি ভবন ঘিরে রাখে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা। বেলা দেড়টার দিকে ভবনটিতে ঢুকে অভিযান শুরু করেন তারা। এ সময় তৃতীয় তলার ফ্লাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া ভবনটি থেকে ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করে নমুনা সংগ্রহ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫