মাঠের পর মাঠ ছেয়ে আছে হলুদ ফুলে। মাঝে সরু মেঠো পথ। পথের দুই পাশে যত দূর চোখ যায় শুধুই সরিষা ফুল। শীতের এই সময়টায় গ্রামবাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে সরিষা ফুলের কারণে। দেখে মনে হয় যেন হলুদ রঙের রাজ্য। ছবিটি চলনবিলের সিরাজগঞ্জের তাড়াশ এলাকা থেকে তোলা।
সরিষা ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। দেখে মনে হয় যেন হলুদ রঙের রাজ্য।
মাঠের সরু রাস্তা দিয়ে ভেড়া চড়াতে নিয়ে যাচ্ছে এক নারী।
শীতের এই সময়টায় গ্রামবাংলার বিস্তীর্ণ মাঠ হলুদ বরণ ধারণ করে সরিষা ফুলের কারণে। দেখে মনে হয় যেন হলুদ রঙের রাজ্য।
সরিষা ফুলের মাঠ দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি।
মাঠের পর মাঠ ছেয়ে আছে হলুদ ফুলে। মাঝে সরু মেঠো পথ।
