Logo
×

Follow Us

ছবিঘর

পাখির কলরবে মুখরিত আশুরার বিল

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ০৯:৫৭

পাখির কলরবে মুখরিত আশুরার বিল

দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলে শীতের আগেই আসতে শুরু করেছে অতিথি পাখি। ছবি: মোহাম্মদ রাসেল ইসলাম

পাখির কলরবে মুখরিত আশুরার বিল

সারাদিন এই অতিথি পাখির কলরবে মুখরিত করে রাখে ওই এলাকাটি। ছবি: মোহাম্মদ রাসেল ইসলাম

পাখির কলরবে মুখরিত আশুরার বিল

বিলে ফুটতে শুরু করেছে সাদা ও লাল শাপলা। ছবি: মোহাম্মদ রাসেল ইসলাম

পাখির কলরবে মুখরিত আশুরার বিল

পাখিদের কলরবে মুগ্ধ পর্যটকরাও। ছবি: মোহাম্মদ রাসেল ইসলাম

দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলে শীতের আগেই আসতে শুরু করেছে অতিথি পাখি। সারাদিন এই অতিথি পাখির কলরবে মুখরিত করে রাখে ওই এলাকাটি। এছাড়া বিলে ফুটতে শুরু করেছে লাল শাপলা। পাখিদের কলরবে মুগ্ধ পর্যটকরাও। বিলের পূর্ব অংশে পানি ধরে রাখার জন্য নির্মান করা হয়েছে ক্রস ড্যাম। আশুড়ার বিলের পাশেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ২০১০ সালে শেখ রাসেল জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। উদ্যানটি ৫১৭.৬১ হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। নবাবগঞ্জ উপজেলা সদর থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে সরকার ঘোষিত জাতীয় উদ্যানের শালবনের কোল ঘেঁষে এ বিলের অবস্থান। আশুরার বিলের আয়তন ৩১৯ হেক্টর। জাতীয় উদ্যানের মূল আকর্ষণ পঞ্চবটীর শালবন ও শালবনের উত্তর পাশ ঘেষে বিশাল আশুরার বিল। এই বিলের উৎপত্তি নিয়ে  রয়েছে বিচিত্র কাহিনী। কথিত আছে, এই বিলের চারপাশ থেকে ৮০টি দার বা নালা চতুর্দিকে ছড়িয়ে যাওয়ায় এর নামকরণ করা হয় আশুরার বিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫