
মহামারির মধ্যে এবারের বইমেলায় নিরাপত্তার নজরদারির সাথে স্বাস্থ্যবিধির কড়াকড়িও রয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার নিচ্ছেন দর্শনার্থীরা। -স্টার মেইল

বইমেলার একটি স্টলে সাজিয়ে রাখা বই। -স্টার মেইল

সাজিয়ে রাখা বই থেকে নিজের পছন্দেরটি খুঁজে নিচ্ছেন এক বইপ্রেমী। -স্টার মেইল

করোনার কারণে বইমেলায় মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকেই তা মানছেন না। -স্টার মেইল
-60586169e20c4.jpg)
করোনাভাইরাস মহামারির মধ্যে শুরু হওয়া একুশে বইমেলায় স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মুখে মাস্ক ছাড়া মেলায় ঘুরতে দেখা যায় দর্শনার্থীদের। -স্টার মেইল

ছোটদের বইয়ের স্টলে পছন্দের বই দেখছে খুদে পাঠকেরা। -স্টার মেইল

এবার লিটলম্যাগ চত্বরকে মূল মেলা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন লিটলম্যাগ প্রকাশক ও সম্পাদকেরা। গত মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে লিটলম্যাগ চত্বর থাকলেও এবার কোনো কারণ ছাড়াই উদ্যানের পূর্ব দিকে লেখক বলছি মঞ্চের পেছনে লিটলম্যাগ চত্বরে ১৪০টি স্টল বরাদ্দ দেয়া হয়। গতকাল রবিবার লিটলম্যাগ চত্বরের সকল স্টল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। -স্টার মেইল
-605861c3776a9.jpg)
করোনাভাইরাস মহামারির মধ্যে শুরু হওয়া একুশে বইমেলায় স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মুখে মাস্ক ছাড়া মেলায় ঘুরতে দেখা যায় দর্শনার্থীদের। -স্টার মেইল
করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই শুরু হয়েছে বইমেলা। আজ সোমবার (২২ মার্চ) একুশে বইমেলার পঞ্চম দিন। এদিন মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত।