
গত মাসে চালের কেজি ছিল ৪৮ থেকে ৫৫ টাকা। সোমবার (২৭ ডিসেম্বর) তা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা। অন্যদিকে, ৪৫ টাকার নিচে বিক্রি হচ্ছে না মোটা চাল। কিছুদিন আগেও যা ছিল ৪৪ টাকা।

চলতি সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকা। যা গত সপ্তাহে ছিল ১৬৫-১৭০ টাকা। অথচ তিন সপ্তাহ আগে ছিল ১৫০-১৫৫ টাকা।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। অন্যদিকে, বিচি ছাড়া শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০-৩০ টাকা।

গাজরের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা।

লাল শাকের আঁটি ১০-১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। এগুলোর দামও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে এসব মাছের দামেও পরিবর্তন আসেনি।