
রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে বেশ কিছু অ্যালুমিনিয়ামের তৈজসপত্র তৈরির কারখানা। এই এলাকায় তৈজস তৈরির জন্য কাঁচামালও তৈরি হয়।

অ্যালুমিনিয়াম পণ্য তৈরির প্রতি কেজি কাঁচামালের দাম ২৩০ টাকা।

তৈজস তৈরির কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন শত শত শ্রমিক। কারখানার অন্ধকারাচ্ছন্ন কক্ষে নিশ্বাস নেওয়াও কষ্টকর।

অ্যাসিডমিশ্রিত পানিতে ডুবিয়ে পরিষ্কার করা হয় অ্যালুমিনিয়ামের তৈজসপত্র। একেকজন শ্রমিক সপ্তাহে ২ থেকে ৮ হাজার টাকা মজুরি পান।

শিশুশ্রম নিষিদ্ধ হলেও এখানে অবাধে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হয়। শ্রমিকেরা সুরক্ষার জন্য কোনো ধরনের চশমা, দস্তানা বা মুখোশ ব্যবহার করেন না।