
টমেটো আর শীতের সবজি নয়, সব সময় এখন মাঠে হচ্ছে আবাদ। সকাল থেকে টমেটো গাছে পানি সেচের মাধ্যমে পুরো ক্ষেতে পানি দেয়াসহ নানান পরিচর্যা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছে কৃষক। ছবিটি রাজশাহী মোহনপুর উপজেলার ট্যামা গ্রাম থেকে তোলা।

এবার গমের আবাদ বেশ ভালো হয়েছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের তদারকি ও আবহাওয়া প্রতিকূল থাকার কারনে এবার বাম্পার ফলন হয়েছে। গম কাটার ছবিটি রাজশাহীর কদম শহর এলাকা থেকে তোলা।

মাঠ জুড়ে এখন ইরি-বোরো ধানের আবাদ। স্বপ্নের সোনার ফসল ফলাতে সকাল থেকেই জমিতে সেচের কাজে ব্যস্ত এক কৃষক। রাজশাহীর মোহনপুর উপজেলার ট্যামা গ্রাম থেকে রোববার ছবিটি তোলা।

বাজারে উঠতে শুরু করেছে ছাঁচি পেঁয়াজ। ক্ষেত থেকে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। আসছে রমজানকে সামনে রেখে পেঁয়াজের দাম আবারো বাড়তে পারে এমন আশঙ্কা থাকলেও নতুন এই পেঁয়াজ বাজারে উঠলে দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাজারে নতুন ছাঁচি পেঁয়াজ সাড়ে ১৬শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের এমন দামে বেজায় খুশি কৃষকরা। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জামাদারনি গ্রাম থেকে তোলা।

অনাবাদি জমিতে সূর্যমূখী ফুলের চাষ করে সফলতা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার কৃষকরা। সূর্যমুখির হলুদ ফুলে ছেয়ে গেছে কৃষকের মাঠ। ফলে লাভের আশায় কৃষকের মুখে ফুটে উঠছে হাসি। ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যমুখির ক্ষেতে ভিড় করছেন ফুলপ্রেমিরা। গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রাম থেকে তোলা ছবি।