Logo
×

Follow Us

ছবিঘর

ছবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

Icon

মেহনাজ খান

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১৯:২৫

ছবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

রমজানজুড়ে ইফতারের ঐতিহ্য মানেই পুরান ঢাকা। রাজধানীর এ এলাকার চকবাজারের ইফতারির খ্যাতি আর ঐতিহ্যের কথা কারোরই অজানা নয়।

ছবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

রমজান উপলক্ষে প্রতিবারই জমে উঠে এ ইফতারের বাজার। রোজার শুরুতেই বাহারি ইফতারের পসরা সাজানো হয় ঢাকার এ প্রাচীন ও ঐতিহ্যের স্থানটিতে, যা থাকে মাসজুড়ে।

ছবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

সে ধারাবাহিকতায় এবারের রমজানেও সেজে উঠেছে পুরান ঢাকার চকবাজার। রমজানজুড়ে এখানে বসে রকমারি ইফতারের পসরা।

ছবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

পুরো রাজধানীর এমাথা-ওমাথা থেকে শুরু করে ঢাকার বাইরের মানুষও আসেন এখান থেকে ইফতার কিনতে।

ছবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

মুঘল শাসন শেষ হলেও পুরান ঢাকায় মোঘলদের ইফতার রয়ে গেছে। ৪শ বছর আগে পুরান ঢাকার এ চকবাজারের ইফতারের সূচনা হয় মুঘল আমলে। আর তখন থেকেই গুরুত্বপূর্ণ কেন্দ্র এ চকবাজার।

ছবিতে পুরান ঢাকার বাহারি ইফতার

ঢাকা অনেক বিস্তৃত হয়েছে সব দিকেই। কিন্তু ব্যবসায়ীক বিবেচনায় গুরুত্ব হারায়নি চকবাজার। কালের বিবর্তনে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারির বাজার যেন এক উৎসবে পরিণত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫