
চীনা নববর্ষ উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার জাকার্তার একটি শপিং মল সাজানো হয়েছে। সেখানে ছবি তুলছে ছোট্ট একটি মেয়ে। ছবি: রয়টার্স

জাকার্তার একটি মন্দিরে নববর্ষের প্রাক্কালে প্রার্থনা করছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

সিঙ্গাপুরে চীনা নববর্ষ উপলক্ষ্যে আতশবাজির আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

লন্ডনের ডাউনিং স্ট্রিটে চীনা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: রয়টার্স

চীনের রাজধানী বেজিংয়ে দিতান পার্কে মেলা বাতিল করার পর সাজসজ্জা খুলে ফেলছে শ্রমিকরা। ছবি: রয়টার্স

চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সাংহাইয়ের সাংহাই ডিজনি রিসোর্টও বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি: রয়টার্স
চীনা নববর্ষ পৌরাণিক কাহিনী ও রীতিনীতির সঙ্গে সম্পৃক্ত। ঐতিহ্যগতভাবে এই উৎসবটি এক সময় দেবতা ও পূর্বপুরুষদের সম্মানার্থে পালন করা হতো।
চীনে আঞ্চলিক রীতি ও ঐতিহ্যের কারণে নববর্ষ উদ্যাপনে ভিন্নতা দেখা যায়।
এবার চীনা নববর্ষ শুরু হয়েছে আজ ২৫ জানুয়ারি থেকে। চীনের লোকদের কাছে এই নববর্ষ উদ্যাপন সবচেয়ে বড় উৎসব আয়োজন। তারা এই উৎসব পালন করে অত্যন্ত জাঁকজমকভাবে।
এবছরকে বলা হচ্ছে ইয়ার অব দ্য র্যাট।