Logo
×

Follow Us

ছবিঘর

ধ্বংসস্তূপের নাম আফগানিস্তান

Icon

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১৬:৩১

ধ্বংসস্তূপের নাম আফগানিস্তান

বুধবার (২২ জুন) ভূমিকম্প হয় আফগানিস্তানে। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬। যার জেরে পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। আফগানিস্তানের তালেবান প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা হাজারের কিছু বেশি।

ধ্বংসস্তূপের নাম আফগানিস্তান

ভূমিকম্প কার্যত ধ্বংস হয়ে গেছে বাড়িটি। একসময় বোমারু বিমানের হামলায় এমন অবস্থা হতো বাড়িঘরের। ভূমিকম্পের পর গোটা গ্রাম ফাঁকা হয়ে গেছে।

ধ্বংসস্তূপের নাম আফগানিস্তান

ভেঙে গেছে বাড়ি। ধ্বংসস্তূপে আটকে প্রিয়জন। তাদেরই উদ্ধারে হাত লাগিয়েছে স্থানীয় মানুষ। প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে সেখানে উদ্ধার কাজ চলছে।

ধ্বংসস্তূপের নাম আফগানিস্তান

সবর্ত্র পৌঁছানোই সম্ভব হয়নি এখনো। প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। ধস নামছে বিভিন্ন এলাকায়। ফলে হেলিকপ্টার নিয়েও সর্বত্র পৌঁছানো সম্ভব হচ্ছে না।

ধ্বংসস্তূপের নাম আফগানিস্তান

প্রবল অন্ধকার। বিদ্যুতের লাইন নষ্ট হয়ে গেছে। টর্চ নিয়ে উদ্ধার কাজ চালানোর চেষ্টায় উদ্ধারকারীরা।

ধ্বংসস্তূপের নাম আফগানিস্তান

একাধিক জায়গায় তৈরি হয়েছে অস্থায়ী ক্যাম্প। তবে সেখানেও নানা অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে সাধারণ মানুষকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫