Logo
×

Follow Us

ছবিঘর

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১৩:০৭

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

২০০৯ সালের ৩ আগস্ট সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলের টুভা অঞ্চলে রাশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের পরনের শার্ট খোলা অবস্থায় খালি শরীরে ঘোড়ার পিঠে চড়ে থাকার একটি ছবি প্রকাশ হয়েছিল। ছবিটি ইঙ্গিত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাসি-ঠাট্টার সূত্রপাত করেন পুতিনকে নিয়ে। তাদের সঙ্গে হাসি-ঠাট্টায় অংশ নেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। ছবি: খোলা শরীরে ঘোড়ায় পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

২০১০ সালের ৬ মার্চ প্রকাশ হওয়া একটি ছবিতে দেখা যায়, রাশিয়ার অন্তর্ভুক্ত খাকাশিয়া প্রজাতন্ত্র সফরের সময় একটি ঘোড়ায় আরোহী হয়েছেন পুতিন। ছবিটি ওই বছরের ২৫ ফেব্রুয়ারি আবাকান শহরের নিকটস্থ কারাটাশ এলাকা থেকে তোলা। ছবি: ঘোড়ায় আরোহী পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

একই বছরের ৭ নভেম্বর লেলিনগ্রাদ অঞ্চলের একক আসনবিশিষ্ট গাড়ি প্রতিযোগিতা ‘ফর্মুলা ওয়ান’ এ পরীক্ষামূলকভাবে অংশ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন। এ সময় প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য উপযোগী হেলমেট ও বিশেষ পোশাক পরে আরোহীর আসনে বসে রয়েছেন। ছবি: আরোহীর আসনে পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

২০০৮ সালের ৩১ আগস্ট, রাশিয়ার পূর্বদিকে অবস্থিত উসুরি অভয়ারণ্যে পৌঁছানোর পর প্রায় পাঁচ বছর বয়সী একটি বাঘ পর্যবেক্ষণ করছেন পুতিন। তখন বাঘটির গতিবিধির ওপর নজর রাখতে বিজ্ঞানীরা বাঘটির দেহে একটি ‘স্যাটেলাইট ট্র্যাকার’ যুক্ত করেন। ছবি: বাঘ পর্যবেক্ষণ করছেন পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

২০০৯ সালের ১৮ ডিসেম্বর সেন্ট পিটার্সবার্গের একটি শরীরচর্চা বিদ্যালয় পরিদর্শনে যান পুতিন। সেই সময় একটি জুডো প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন তিনি। ছবি: প্রশিক্ষণ কর্মশালায় পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

রাশিয়ার অন্তর্ভুক্ত তামান উপদ্বীপে পুতিন প্রত্নতাত্ত্বিক খনন পরিদর্শনে যান ২০১১ সালের ১০ আগস্ট। উপদ্বীপে পৌঁছানোর পর দরকারি সব সরঞ্জামসহ পানিতে ডুব দেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তিনি। ছবি: ডুব দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

২০০৯ সালের ১৯ সেপ্টেম্বর তারিখের তোলা একটি ছবিতে পুতিনকে দেশটির সোচি শহরে অবস্থিত একটি জাতীয় পার্কে দেখা যায়। পার্ক পরিদর্শনে গিয়ে একটি চিতাবাঘ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি। ছবি: চিতাবাঘ পর্যবেক্ষণ করছেন পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

২০১১ সালের ১ আগস্ট, মস্কো থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরাঞ্চলে কেন্দ্রীয় তিভের অঞ্চলের সেলিগার হৃদ এলাকায় নাশি যুব সংঘের উদ্যোগে আয়োজিত এক গ্রীষ্মকালীন ক্যাম্পে একটি পাঞ্জা লড়াই প্রতিযোগিতায় অংশ নেন পুতিন। বার্ষিক এই প্রতিযোগিতায় প্রায় ৮৪ অঞ্চল থেকে হাজারও তরুণ অংশগ্রহণ করেন। ছবি: পাঞ্জা লড়াই করছেন পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

২০১০ সালের ৫ জুন, মস্কোর উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত লসিনি অস্ট্রোভ জাতীয় পার্কে একটি হরিণজাতীয় প্রাণীকে খাওয়াতে দেখা যায় পুতিনকে। ছবি: হরিণজাতীয় প্রাণীকে খাওয়াচ্ছেন পুতিন

পুতিনের ভাইরাল ১০ ছবির পেছনের গল্প

একই বছরের ১০ ডিসেম্বর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত এক দাতব্য উদ্দেশ্যে আয়োজিত সংগীতানুষ্ঠানে পিয়ানো বাজান পুতিন। ছবি: সেন্ট পিটার্সবার্গে এক সংগীতানুষ্ঠানে পিয়ানো বাজান ভ্লাদিমির পুতিন

গত ২৬ থেকে ২৮ জুন বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট ‘গ্রুপ অব সেভেন’ (জি সেভেন)-এর ৮৯তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বাভারিয়ান আল্পসের শ্লোস এলমাউতে। এছাড়া এ বছরেরই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে জোটের নেতাদের সম্মেলন তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়। আর সম্মেলনে জোটের নেতারা ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেন। তবে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জোটের এই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি পুরনো স্থির চিত্র বা ছবিকে কেন্দ্র করে জোটের শীর্ষ নেতাদের হাস্যরসের তৈরি হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫