
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদও।

প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক পার্টি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। দেশের আন্দোলনের প্রাণকেন্দ্র রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী ছাত্ররা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ‘অযৌক্তিক ও গণবিরোধী’ হিসেবে আখ্যায়িত করে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
দেশে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বাড়িয়েছে সরকার। শুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে ডিজেলের দাম হবে ১১৪ টাকা লিটার, যা এত দিন ৮০ টাকা ছিল। এ ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ৩৪ টাকা। কেরোসিনের দামও একই হারে বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ করেছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। ছবি তুলেছেন সাইমুন মুবিন পল্লব।