Logo
×

Follow Us

ছবিঘর

লন কার্পেট ঘাসে স্বপ্নপূরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৫

লন কার্পেট ঘাসে স্বপ্নপূরণ

চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র পুরানবাজারের বাসিন্দা প্রবাসী রাব্বীর স্বপ্নপূরণ হলো কার্পেট ঘাস চাষের মাধ্যমে।

লন কার্পেট ঘাসে স্বপ্নপূরণ

তিনি এখন প্রচুর অর্থ উপার্জন করছেন, এ ঘাস বিক্রি করে।

লন কার্পেট ঘাসে স্বপ্নপূরণ

প্রবাসী রাব্বী এখন একজন বড় মাপের উদ্যোক্তা হিসেবে জেলাবাসীর কাছে পরিচিতি পাচ্ছেন।

লন কার্পেট ঘাসে স্বপ্নপূরণ

২০২১ সালের শুরুতে সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকায় ৪০ শতাংশ পতিত জমি ইজারা নিয়ে ১ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করে বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস চাষ শুরু করেন।

লন কার্পেট ঘাসে স্বপ্নপূরণ

দুই বছরের মধ্যেই সফলতা আসতে শুরু করেছে রাব্বির।

লন কার্পেট ঘাসে স্বপ্নপূরণ

এখন ৫ একর জমিতে লন কার্পেট ঘাসের চাষ করছেন।

লন কার্পেট ঘাসে স্বপ্নপূরণ

কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০-৫০ জন শ্রমিক হিসেবে যুবকের। একই সাথে রাব্বীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে।

গোলাম রাব্বী বাহারাইনে ছিলেন প্রায় সাত বছর। সেখানে কাজ করেছেন লন কার্পেট ঘাস উৎপাদনকারী প্রতিষ্ঠানে। তখন থেকেই পরিকল্পনা করেন দেশে এসে তিনিও এই ঘাষ চাষ করবেন। ২০২০ সালে দেশে ফিরে আসেন রাব্বি। বিস্তারিত দেখুন ছবিঘরে...

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫