
চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র পুরানবাজারের বাসিন্দা প্রবাসী রাব্বীর স্বপ্নপূরণ হলো কার্পেট ঘাস চাষের মাধ্যমে।

তিনি এখন প্রচুর অর্থ উপার্জন করছেন, এ ঘাস বিক্রি করে।

প্রবাসী রাব্বী এখন একজন বড় মাপের উদ্যোক্তা হিসেবে জেলাবাসীর কাছে পরিচিতি পাচ্ছেন।

২০২১ সালের শুরুতে সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকায় ৪০ শতাংশ পতিত জমি ইজারা নিয়ে ১ লাখ ২০ হাজার টাকা বিনিয়োগ করে বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস চাষ শুরু করেন।

দুই বছরের মধ্যেই সফলতা আসতে শুরু করেছে রাব্বির।

এখন ৫ একর জমিতে লন কার্পেট ঘাসের চাষ করছেন।

কর্মসংস্থান হয়েছে প্রায় ৪০-৫০ জন শ্রমিক হিসেবে যুবকের। একই সাথে রাব্বীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে।
গোলাম রাব্বী বাহারাইনে ছিলেন প্রায় সাত বছর। সেখানে কাজ করেছেন লন কার্পেট ঘাস উৎপাদনকারী প্রতিষ্ঠানে। তখন থেকেই পরিকল্পনা করেন দেশে এসে তিনিও এই ঘাষ চাষ করবেন। ২০২০ সালে দেশে ফিরে আসেন রাব্বি। বিস্তারিত দেখুন ছবিঘরে...