-6388cb5165720.jpg)
বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত ছেয়ে গেছে বিশ্বকাপে অংশ নেওয়া দলের জার্সিতে। প্রিয় দলের জার্সি গায়ে জড়াতে ভিড় লেগে আছে এসব দোকানে।
-6388cb517b329.jpg)
আর্জেন্টিনার খেলা বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠ বুধবার মধ্যরাতে ছিল কানায় কানায় পূর্ণ।
-6388cb518f8d7.jpg)
গায়ে আর্জেন্টিনার জার্সি; মেসি মেসি চিৎকারে বুধবার মধ্যরাতে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের অংশ।
-6388cb51a550f.jpg)
অধিকাংশ সমর্থক কিনছেন ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান থেকে তোলা।
-6388cb51b8add.jpg)
আর্জেন্টিনার খেলা বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের মাঠ বুধবার মধ্যরাতে ছিল কানায় কানায় পূর্ণ।
-6388cb51ce36f.jpg)
গায়ে আর্জেন্টিনার জার্সি; মেসি মেসি চিৎকারে বুধবার মধ্যরাতে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের অংশ।
বিশ্বকাপ উন্মাদনা চলছে পুরো বিশ্বে। থেমে নেই বাংলাদেশেও। বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাত ছেয়ে গেছে বিশ্বকাপে অংশ নেওয়া দলের জার্সিতে। প্রিয় দলের জার্সি গায়ে জড়াতে ভিড় লেগে আছে এসব দোকানে। বিশ্বকাপ শুরুর পর থেকেই জমে উঠেছে কেনাকাটা। অধিকাংশ সমর্থক কিনছেন ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি।