
গত পাঁচ মাস ধরে হংকংয়ে বিক্ষোভ চলছে। বর্তমানে সেখানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়েছে। পাল্টা বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মেরেছে। ছবি: রয়টার্স

রুগ্ন অর্থনীতি ও ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনের বারান্দায় দেশটির পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন নারীরা। ছবি: রয়টার্স

স্পেনের কাতালোনিয়া প্রদেশের রাজধানী বার্সেলোনায় বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ধরিয়ে দেয় ও পাথর ছুড়ে মারে। ছবি: রয়টার্স

মাল্টার হাল ফার শহরের হাল ফার ওপেন সেন্টার শরণার্থী শিবিরে দাঙ্গার সময় একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। ছবি: রয়টার্স

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চিলির বন্দর নগরী ভ্যালপারাইসোতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা। ছবি: রয়টার্স
বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েক মাস ধরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। প্রতিটি দেশের বিক্ষোভের কারণ ভিন্ন হলেও বেশিরভাগ মানুষের মনে ক্ষোভ ও হতাশার কারণ প্রায় একই রকম।
এর মধ্যে কয়েক মাস ধরে হংকংয়ে অস্থিতিশীলতা চলমান, লেবাননের রাজধানী বৈরুতে চলছে অচলাবস্থা, গত সপ্তাহে বার্সেলোনার একাংশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এবং গত সপ্তাহে চিলির রাজধানী সান্তিয়াগো বিশৃঙ্খলায় নিমজ্জিত ছিল।