
চেক রিপাবলিকের রাজধানী প্রাগের একটি পার্কে হেমন্তের বিকেলে ছবি তুলছেন দুই নারী। ছবি: রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোতে হেমন্তের পাতা ঝরা। ছবি: রয়টার্স

ফ্রান্সের উত্তরাঞ্চলে কনটিনে গ্রামে হেমন্তে লাল রং ধারণ করেছে মেপেল পাতা। ছবি: রয়টার্স

ফ্রান্সের উত্তরাঞ্চলে কনটিনে গ্রামে হেমন্তে লাল রং ধারণ করেছে মেপেল পাতা। ছবি: রয়টার্স
-5db5345c297a4.jpg)
কাজাকিস্তানের রাজধানী নূর-সুলতানের একটি পার্কে হেমন্তের বিকেল উপভোগ করছেন মা-ছেলে। ছবি: রয়টার্স
-5db5345c3367e.jpg)
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র পোসিন পার্কে মেপেলের হলুদ পাতায় মিষ্টি রোদ। ছবি: রয়টার্স
হেমন্ত মোহিত করে প্রকৃতির রূপ আর রং। গাছে গাছে লাল, হলুদ, বাদামি নানা রং দেখে চোখ জুড়িয়ে যায়।
ইউরোপে হেমন্তকে বলা হয় বৈচিত্রময় রঙের ঋতু। হেমন্তকাল হলো পাতা ঝরার দিন। ব্ল্যাক ফরেস্টের নানা ধরনের ঝাউ গাছগুলো ছাড়া আর সব গাছেরই পাতা এ সময় ঝরে যেতে শুরু করে। মেপেল লিফসহ প্রায় সব গাছের পাতা হলদে-তামাটে বর্ণ ধারণ করে।