Logo
×

Follow Us

ছবিঘর

তবু ভালোবাসা আছে...

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৩:৫৮

তবু ভালোবাসা আছে...

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কার্যত লকডাউন ঢাকায় দিনমজুন মানুষ হয়েছেন কর্মহীন। দৈনিক রোজগার করতে না পেরে থমকে গেছে তাদের জীবন। তবে ভালোবাসা থেমে নেই। ছবিটি রাজধানীর মৎস্যভবন মোড় থেকে তোলা। ছবি: স্টার মেইল

তবু ভালোবাসা আছে...

জাপানের রাজধানী টোকিওর বেশিরভাগ মানুষ করোনাভাইরাস থেকে বাঁচতে মেনে নিয়েছেন বন্দিজীবন। কিন্তু এই জুটি মানেননি। চেরি ফুলের এই মৌসুমে ফুলের বাগানটা যেন খুব টানছিল তাদের। ছবি: রয়টার্স

তবু ভালোবাসা আছে...

সবার আগে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই শুরু হয়েছিল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। উহান এখন প্রায় করোনামুক্ত। তবু ইস্ট লেকে আলিঙ্গনের উষ্ণতা নেয়ার সময় মাস্ক পড়তে ভোলেননি এই যুগল। ছবি: ডয়চে ভেলে

তবু ভালোবাসা আছে...

চীনে পরিস্থিতি অনেকটা ভালোর দিকে। তাই সাংহাইয়ের এক যুগলের জীবনেও ফিরেছে প্রেম। ছবি: রয়টার্স

তবু ভালোবাসা আছে...

প্রাণঘাতী করোনাভাইরাস তাদের বাধা হতে পারেনি। গত ২৫ মার্চ চিলির রাজস্থানী সান্তিয়াগোর আর্তুরো বেনিতেজ বিমানবন্দরে তোলা ছবি। মাস্ক খুলে চুমু খাচ্ছেন এক যুগল। ছবি: রয়টার্স

বিশ্বের অনেক দেশের মানুষই এখন করোনার কারণে ঘরবন্দি। যারা মুক্ত, সুস্থ জীবনের প্রয়োজনে তাদেরও মানতে হচ্ছে অনেক নিয়ম। কিন্তু সবাই কি নিয়ম মানছেন?

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫