
ফতুল্লার টাগারপার এলাকার একটি নিটওয়্যার গার্মেন্টসের ২ মাসের বেতন পরিশোধ না করে বন্ধ করে দেয়ার প্রতিবাদে চাষাড়া গোলচত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় দুইশ শ্রমিক সড়ক অবরোধ করে রাখে। ছবি: স্টার মেইল

পুরো জেলা লকডাউন। কিন্তু শহরের দিগুবাবুবাজারে লকডাউনের কোনো চিহ্ন নেই। সামাজিক দূরত্ব বজার রাখার কোনো নিয়ম মানছে না দোকানিরা। ছবি: স্টার মেইল

ত্রাণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নতুন স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ করে ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের মানুষের বিক্ষোভ। ছবি: স্টার মেইল

করোনাভাইরাসের ভয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস মোড়, মুসলিম নগর, এতিমখানা মোড়, পঞ্চবটি এলাকা থেকে রাতে মৃত্যুর ঝুঁকি নিয়ে ট্রাকে করে পালানোর সময় দুইশ গার্মেন্টস কর্মীকে আটক করে পুলিশ। এসময় তাদের বহন করা পাঁচটি ট্রাকও আটক করা হয়। ছবি: স্টার মেইল

করোনাভাইরাসের ভয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পোস্ট অফিস মোড়, মুসলিম নগর, এতিমখানা মোড়, পঞ্চবটি এলাকা থেকে রাতে মৃত্যুর ঝুঁকি নিয়ে ট্রাকে করে পালানোর সময় দুইশ গার্মেন্টস কর্মীকে আটক করে পুলিশ। এসময় তাদের বহন করা পাঁচটি ট্রাকও আটক করা হয়। ছবি: স্টার মেইল

লকডাউন ঘোষণা করা হলেও তা মানছেন না শহর-বন্দর পারাপারে ১নং সেন্ট্রাল খেয়াঘাটের মাঝিরা। প্রধান সেন্ট্রাল ঘাট বন্ধ করে পাশের ৩নং ঘাট দিয়ে চলাচল করছে সেন্ট্রাল ঘাটের যাত্রীরা। ছবি: স্টার মেইল
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশের ৫২টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জে শনাক্ত হয়েছে ২৮৯ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক, মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, তারা বিভিন্ন জেলায় যে রোগীদের শনাক্ত করেছেন, তাদের অনেকেই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সেসব স্থানে গেছেন বলে তারা দেখতে পেয়েছেন।