
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ছবি : রয়টার্স

ইসরায়েলি বিমান হামলায় ভবনটি বিধ্বস্ত হয়। ছবি : রয়টার্স

গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়। ছবি : রয়টার্স

বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপ থেকে এক শিশুকে উদ্ধার করা হয়। ছবি : রয়টার্স

ভবনগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ছবি : রয়টার্স

ধ্বংসস্তুপ থেকে আহত এক ব্যক্তিকে উদ্ধার করেন ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা। ছবি : রয়টার্স

গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলের বিধ্বস্ত একটি ভবন। ছবি : রয়টার্স

গাজা ও ইসরায়েল সীমান্তে ইসরায়েলি আর্টিলারি ইউনিটের সেনাদের উল্লাস। ছবি : রয়টার্স

ইসরায়েলের বিমান ও কামান হামলার ভয়ে জিনিসপত্র আর ছোট ভাইকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে এক ফিলিস্তিনি শিশু। ছবি : রয়টার্স

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান ও কামান হামলায় বিধ্বস্ত ভবনগুলো। ছবি : রয়টার্স
ফিলিস্তিনের গাজা উপত্যকা এক সপ্তাহের বেশি সময় ধরে যে ভয়াবহ মাত্রায় বিমান হামলা ইসরায়েল করছে তার নজির বিরল। বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি।
আর হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।