-60e59ecbbcb1c.jpg)
রাজধানীর আফতাব নগরে কোরবানীর হাটের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। ছবি: স্টার মেইল

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় চলমান করোনা মহামারীর মধ্যেও চলছে জমজমাট গরুর হাট । ছবি: ফেসবুক

ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে বসেছে গরুর হাট। ছবি: ফেসবুক
-60e42336a16f5-60e59ecbf362b.jpg)
ঝিনাইদহের কোরবানির গরু রাজা-বাদশা। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পশু খামারিদের কপালে চিন্তার ভাঁজ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
এবারের ঈদুল আজহায় গবাদিপশু বিক্রির জন্য সারা দেশে ২ হাজার ৪০০টি আনুষ্ঠানিক হাট বসানো হবে। রাজধানীর দুই সিটি করপোরেশনে মোট ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী হাট বসবে। স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় পশুর হাট বসানোর জন্য গত বছরের মত এবছরও গণমাধ্যমে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রণালয়।