Logo
×

Follow Us

ছবিঘর

বাঘের ডেরায় এসে বধ ক্যাঙ্গারু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ২২:৪৯

বাঘের ডেরায় এসে বধ ক্যাঙ্গারু

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ দলের উল্লাস। সংগৃহীত

বাঘের ডেরায় এসে বধ ক্যাঙ্গারু

টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ড করার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ২৩ রানে জিতেছে বাংলাদেশ। এই সংস্করণে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারানোর পাশাপাশি পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে মাহমুদউল্লাহর দল। ছবি: স্টার মেইল

বাঘের ডেরায় এসে বধ ক্যাঙ্গারু

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা নাসুম আহমেদ। ছবি: স্টার মেইল

বাঘের ডেরায় এসে বধ ক্যাঙ্গারু

ইনিংসের প্রথম ওভারে উইকেটের দেখা পেয়েছেন সাকিব। ছবি: স্টার মেইল

বাঘের ডেরায় এসে বধ ক্যাঙ্গারু

ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরী করেছেন মেহেদী হাসান। ছবি: স্টার মেইল

সিরিজ শুরুর আগে উইকেট নিয়ে কত রহস্য! জল্পনাও জমে উঠল বেশ। কিন্তু ম্যাচে দেখা গেল মিরপুরের সেই বরাবরের মন্থর, নিচু বাউন্সের উইকেট। টার্নও মিলল যথেষ্ট। অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপের জন্য তা হয়ে উঠল বধ্যভূমি। আপন আঙিনায় চেনা ২২ গজে রাজত্ব করল বাংলাদেশের স্পিনাররা। ধরা দিল কাঙ্ক্ষিত এক জয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫