Logo
×

Follow Us

ছবিঘর

শ্বেতশুভ্র কাশফুলে শরৎ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৪

শ্বেতশুভ্র কাশফুলে শরৎ

শরৎকাল চলছে। ছবি: স্টার মেইল

শ্বেতশুভ্র কাশফুলে শরৎ

শরৎ মানেই শ্বেতশুভ্র কাশফুল। ছবি: স্টার মেইল

শ্বেতশুভ্র কাশফুলে শরৎ

নগর জীবনে এ দৃশ্য দেখা সহজে মেলে না। ছবি: স্টার মেইল

শ্বেতশুভ্র কাশফুলে শরৎ

কাশফুল দেখেতে ভিড় করছে দর্শনার্থীরা। ছবি: স্টার মেইল

শ্বেতশুভ্র কাশফুলে শরৎ

কাশফুল হাতে শিশুদের বাঁধনহারা উল্লাস। ছবি: স্টার মেইল

ভাদ্র-আশ্বিন এ দুই মাস বাংলাদেশে শরৎকাল। বর্ষার অবসানে রূপময় বাংলার ঋতু পরিক্রমায় স্নিগ্ধতা- কোমলতা নিয়ে আবির্ভূত হয় শরৎকাল। এ সময়  মেঘমুক্ত আকাশে শিমুল তুলোর মতো ভেসে চলে সাদা  মেঘের  খেয়া। চারদিক আমন ধানের সবুজ চারার ওপর ঢেউ  খেলে যায় উদাসী হাওয়া।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫