
মেট্রোরেলের ফলে রাজধানীর কারওয়ান বাজারের বদলে যাওয়া রূপ

এগিয়ে চলেছে স্বপ্নের মেট্রোরেলের কাজ। ফার্মগেট থেকে তোলা ছবি।

আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি ৫২ দশমিক ১১ শতাংশ। কাওরানবাজার থেকে মতিঝিল অংশের কাজের সার্বিক অগ্রগতি ৫৩ দশমিক ১৫ শতাংশ। চলছে। কারওয়ান বাজার থেকে তোলা ছবি।

ফার্মগেট, সেন্টার ও দক্ষিণ স্টেশনের ছাদ নির্মাণের কাজ। ফার্মগেট থেকে তোলা ছবি।

রেল ট্র্যাক বসানোসহ অবকাঠামো উন্নয়নের কাজ। আর একটি বছর ঘুরলেই ট্র্যাকে চলবে স্বপ্নের মেট্রোরেল।

উপর থেকে দেখা ঢাকার মেট্রো রেলের লাইন। ফার্মগেট থেকে তোলা ছবি।

রাতের বেলাও এগিয়ে চলেছে মেট্রোরেলের কাজ ।ফার্মগেট থেকে তোলা ছবি।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি, ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণ করা হচ্ছে মেট্রো রেলের এমআরটি লাইন-৬। এর মাধ্যমে ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। এ ট্রেন স্বয়ংক্রিয়ভাবে পুরোটাই বিদ্যুতের মাধ্যমে চলবে। ঢাকার পুরো রূপ সৌন্দর্য ও আকর্ষণীয় করে তুলবে মেট্রোরেল।