Logo
×

Follow Us

ছবিঘর

মাস্কে অনীহা, বাড়ছে বিপদের শঙ্কা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ১৮:৩৩

মাস্কে অনীহা, বাড়ছে বিপদের শঙ্কা

ফের দেশে বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক শনাক্তের হার ৬.৭৮ শতাংশ। অথচ এখনো দেশে অনেকের মুখে মাস্কই ওঠেনি।

মাস্কে অনীহা, বাড়ছে বিপদের শঙ্কা

এই চিত্র শহর কিংবা গ্রামে সর্বত্রই দেখা যাচ্ছে। দফায় দফায় করোনা হানা দিলেও মাস্ক পরায় অনীহা বেশির ভাগ মানুষের মধ্যে।

মাস্কে অনীহা, বাড়ছে বিপদের শঙ্কা

বহুবার সরকার নির্দেশনা দিলেও এক্ষেত্রে স্বাস্থ্যবিধি বেশ উপেক্ষিত রয়েছে।

মাস্কে অনীহা, বাড়ছে বিপদের শঙ্কা

করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে দেশে যেভাবে মানুষ মারা গিয়েছিল এখন থেকে যদি সবাই সচেতন না হয় তাহলে আবারও তৃতীয় ঢেউয়েও বিপর্যয় নেমে আসতে পারে।

মাস্কে অনীহা, বাড়ছে বিপদের শঙ্কা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিজেকে ও পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব সবার আগে নিজেদেরই। সেটি করতে হলে মাস্ক পরতে হবে। আর মাস্ক পরতে ব্যক্তির সদিচ্ছাই যথেষ্ট। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১০২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন। এদিকে, দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ডেউ। এ ব্যাপারে মানুষদের মধ্যে সচেতনতার কোনো বালাই নেই। ছবি রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। -স্টার মেইল

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫