Logo
×

Follow Us

ছবিঘর

সংক্রমণ বাড়ছে, সচেতনতা বাড়ছে না

Icon

স্টার মেইল

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১৯:৪০

সংক্রমণ বাড়ছে, সচেতনতা বাড়ছে না

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার (১৪ জানুয়ারি) ছুটির দিনে ছিল দর্শনার্থীদের ভিড়। চিড়িয়াখানায় মেলা প্রাঙ্গণে ঢুকেই মাস্ক খুলে ফেলছেন বেশিরভাগ দর্শনার্থীরা। তেমনি দূরত্ব মানার চিত্রও দেখা যায়নি। যেন উধাও স্বাস্থ্যবিধি।

সংক্রমণ বাড়ছে, সচেতনতা বাড়ছে না

বগুড়া শহরে সরকারের ১১ দফা বিধিনিষেধ মানার বালাই নেই। নেই মাস্ক ব্যবহার। শহরের সবখানেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত। ছবিটি সাতমাথা থেকে তোলা।

সংক্রমণ বাড়ছে, সচেতনতা বাড়ছে না

বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পণ্যমেলায় স্বস্থ্যবিধি উপেক্ষিত। সাধারণ দর্শনার্থীরা মাস্ক না পরেই মেলায় ঘোরাঘুরি করছেন।

সংক্রমণ বাড়ছে, সচেতনতা বাড়ছে না

করোনা সংক্রমণ ফের বিপজ্জনক মোড় নিচ্ছে। বেড়েছে টিকা নেওয়ার আগ্রহ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে নারী-পুরুষের অপেক্ষা। কিন্তু কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। ছবিটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে তোলা।

সংক্রমণ বাড়ছে, সচেতনতা বাড়ছে না

চট্টগ্রাম নগরের তিনটি কমিউনিটি সেন্টারে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে টিকা প্রত্যাশী শিক্ষার্থীদের দীর্ঘ জটলা ছিল চোখে পড়ার মতো। তবে এতে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার বিষয়টি। ছবিটি নগরীর জামালখান এলাকার রিমা কমিউনিটি সেন্টার থেকে তোলা ছবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫