
করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শনিবার রাজধানীর মতিঝিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা জেলা প্রশাসন।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে শিক্ষার্থীদের জটলায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত দেখা গেল।

ফুটপাতে পান-সিগারেটের দোকানের ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক।

এ চিত্র শহর কিংবা গ্রামে সর্বত্রই দেখা যাচ্ছে। বগুড়া শহরে করোনাভাইরাস বাড়ছে প্রতিদিন। কিন্তু মাস্ক না পরেই ঘুরে বেড়াচ্ছে সবাই।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিজেকে ও পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব সবার আগে নিজেদেরই। সেটি করতে হলে মাস্ক পরতে হবে। আর মাস্ক পরতে ব্যক্তির সদিচ্ছাই যথেষ্ট। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
করোনার আগ্রাসী থাবা ভয়ঙ্কর হয়ে উঠছে। সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৯,৬১৪ জন। তারপরও মানুষ সচেতন হচ্ছে না। এখনও মাস্কবিহীন চলাফেরা চোখে পড়ে যত্রতত্র।