Logo
×

Follow Us

ছবিঘর

ছবিতে পরীর বিয়ে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ১৮:৩০

ছবিতে পরীর বিয়ে

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীমণির এবারের বিয়েতে দেনমোহর ধার্য হয়েছে ১০১ টাকা। আর উকিল বাবা হয়েছেন শরিফুল রাজের প্রথম ছবি ‘আইসক্রিম’ এর নির্মাতা রেদোয়ান রনি।

ছবিতে পরীর বিয়ে

গেল বছরের ১৭ অক্টোবর অনানুষ্ঠানিকভাবে বিয়ে করে পরীমণি-রাজ। পরে মা হতে যাচ্ছে বলে জানান পরী নিজেই।

ছবিতে পরীর বিয়ে

তবে পরীমণি জন্মদিনের আয়োজন যেভাবে করেন তার ধারের কাছেও কিন্তু বিয়ের আয়োজন করলেন না! খুব বেশি অতিথি রাখেননি এ বিয়ের এই আয়োজন। দুই পরিবার মিলে ২০ থেকে ২৫ জনের মতো লোক হাজির ছিলেন। এর মধ্যে ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও পরীমণির কাছের কয়েকজন নির্মাতা।

ছবিতে পরীর বিয়ে

এর আগে পরীমণি মাত্র ৩ টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন কামরুজ্জামান রনি নামের এক পরিচালককে। তবে সে বিয়ে তিন মাসও টেকেনি। অল্প কয়েকদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাদের।

ছবিতে পরীর বিয়ে

পরীমণি ঢাকাই ছবির আলোচিত নায়িকা হলেও র‍্যাম্প মডেল দিয়ে ক্যারিয়ার শুরু করা শরিফুল রাজ গেল বছর আলোচনায় আসেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে কাজ করে। তার প্রথম সিনেমা ‘আইসক্রিম’। এর কাজ করেছেন ‘ন ডরাই’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘হাওয়া’, ‘পরাণ’, ‘রক্তজবা’ ও ‘দামাল’—এ চার সিনেমা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫