
হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পাওয়ার পরপরই লালবাগ, সদরঘাট ও কেন্দ্রীয় কার্যালয় থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন আরো ছড়িয়ে পড়লে আরো চারটি ইউনিট যোগ করা হয়।

প্রায় ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আগুনের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহতরা কারখানার নিচে থাকা 'বরিশাল হোটেলের' কর্মচারী।
রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সরেজমিন ঘুরে ছবি তুলেছেন সাইমুন মুবিন পল্লব।