-63171d67e2956.jpeg)
ওয়াকওয়ে নির্মাণের কারণে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন শত শত বিনোদনপ্রেমী।
-63171d68f1c43.jpeg)
তুরাগপাড়ের বিভিন্ন মার্কেট, বাসা-বাড়ি ও শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যে তুরাগ তীর ছিল দুর্গন্ধময় ও চলাচলের অযোগ্য। ওয়াক ওয়ে নির্মানের ফলে সেই তুরাগ তীর দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
-63171d69f34b0.jpeg)
তুরাগ নদের দু’তীরের ওয়াকওয়েতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিনোদনপ্রেমীরা ছুটে আসছেন।

ওয়াকওয়ে নির্মাণের ফলে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে চলাচল করতে পারছে।
ওয়াকওয়ে নির্মাণের ফলে বদলে গেছে তুরাগ নদের দু’পাড়ের মানুষের জীবনচিত্র। তুরাগপাড়ের পানি পরিচ্ছন্ন রাখতেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবিগুলো রাজধানীর বছিলা এলাকা থেকে তোলা।