Logo
×

Follow Us

ছবিঘর

কর্ণফুলীর বুকে ‘পলিথিনের চর’!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৫

কর্ণফুলীর বুকে ‘পলিথিনের চর’!

কর্ণফুলী নদীতে প্রতি মাসে দেড় কোটিরও বেশি পলিথিন পড়ছে। এতে তৈরি হয়েছে ভয়াবহ রকমের জঞ্জাল। এছাড়া নদীর তলদেশে ২৫ ফুটের পলিথিন আস্তরণের কোনো সুরহা না হওয়ার আগেই প্রতিদিন পড়ছে আরো লাখ লাখ পলিথিন। এতে তৈরি হচ্ছে নতুন সংকট।

কর্ণফুলীর বুকে ‘পলিথিনের চর’!

ইতোমধ্যে প্রতিটি খালের মুখ ঘিরে পানির উপরে তৈরি হয়েছে পলিথিনের বিশাল স্তূপ। যেন কর্ণফুলীর বুকে তৈরি হয়েছে ‘পলিথিনের চর’। খাল-নালা হয়ে নদীতে পড়া এসব পলিথিন শুধু কর্ণফুলীতে নয়; বঙ্গোপসাগরেও ভয়াবহ বিপর্যয় তৈরি করছে। নদীর পানিতে বিপুল পরিমাণ পলিথিন ভাসমান অবস্থায় আস্তরণ সৃষ্টি করছে। যা নদীর জীববৈচিত্রও ধ্বংস করছে।

কর্ণফুলীর বুকে ‘পলিথিনের চর’!

এছাড়া এসব পলিথিনের জঞ্জাল অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলীকে ক্রমে মেরে ফেলছে। নগরীর পলিথিন জঞ্জালের ব্যাপারে বিশেষ পদক্ষেপ এবং নাগরিক সচেতনতা তৈরি না হলে চট্টগ্রামের এই নদী রক্ষা করা কঠিন হবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বুকে তৈরি হয়েছে ‘পলিথিনের চর’ । দিন দিন পলিথিনের বর্জ্যে ভরাট হচ্ছে দেশের একমাত্র বাণিজ্যের স্বর্ণদ্বার কর্ণফুলী নদী। ছবিটি শনিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১২নং ঘাট এলাকা থেকে তোলা। ছবি: স্টার মেইল

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫