
গর্বিত মেয়েদের হাতে বাংলাদেশের পতাকা।

রাস্তা থেকে শুভেচ্ছা জানাচ্ছে অসংখ্য হাত। মেয়েরাও হাত নিয়ে উত্তর দিলেন শুভেচ্ছার।

নারী ফুটবল দলের খেলোয়াড়েরা বাসে ওঠার পর।

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হয় ফুটবলারদের।

বাসের চারপাশে জনতার ভিড়। বিজয়ী মেয়েদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন হাজারো মানুষ।
ইউরোপিয়ান ফুটবলে দৃশ্যটা দেখা যায়। শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে শোভাযাত্রায় বের হয় দল। রাস্তার চারপাশে সমর্থক জড়ো হয়ে শুভেচ্ছা জানান খেলোয়াড়দের। নারী ফুটবল দলের সাফজয়ের সৌজন্যে এমন কিছু দেখা গেল বাংলাদেশেও। সাফ জয়ের পর আজ দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে নেমেছে নারী দল। সেখান থেকে ছাদখোলা বাসে খেলোয়াড়দের নিয়ে শোভাযাত্রা বের করা হয়।