
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে দেশের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে পূর্বাঞ্চলীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়।

বিদ্যুৎহীন হয়ে পড়ে ঢাকার সব এলাকা। এমন অবস্থায় কেটে যায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।

এতেই হাঁসফাঁস অবস্থা তৈরি হয় মানুষের মধ্যে।
বর্তমান সময়ের জীবনযাত্রার সঙ্গে বিদ্যুতের সংযোগ নিরবিচ্ছিন্ন। বিদ্যুতহীন সময় কল্পনা মুশকিল। ছবিগুলো বায়তুল মোকাররম এলাকা থেকে তোলা।