Logo
×

Follow Us

ছবিঘর

উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ২১:৪২

উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

আজ রবিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে প্রশাসনের দায়িত্বে গাফিলতি এবং শিক্ষার্থীর ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগে তারা বিক্ষোভ করেন।

উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

গতকাল শনিবার বাসের ভাড়া দেয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-সংলগ্ন বিনোদপুরে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্থানীয়দের হামলায় ও ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীসহ ২ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও দুটি মোটরসাইকেলসহ পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

আজ সাত দফা দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ঢাকা-রাজশাহী মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা।

উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫