
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সাজ সাজ রব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।
মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুসঙ্গে পড়ছে শেষ মুহূর্তের তুলির আঁচড়।
কেউ নানা নকশার মুখোশ তৈরি করছেন, কেউ আবার ব্যস্ত সরাচিত্র নিয়ে। সিরামিক ও মাটির তৈরি তৈজসপত্র, লোকজ কারুপণ্য তৈরি চলছে পুরোদমে।

এদিকে মাঠের মধ্যে বাঁশ দিয়ে বিভিন্ন কাঠামো নির্মাণ করছে মিস্ত্রি ও শিক্ষার্থীরা। এসবের মধ্যে বড় কাঠামো হবে মায়ের কোলে সন্তান, বাঘ, ময়ূর, মোরগ, ভেড়া, নীল গাই প্রভৃতির।
এবারের মঙ্গল শোভাযাত্রায় তাই প্রতিপাদ্য করা হয়েছে- ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’।
এগিয়ে আসছে আবহমান বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব উদযাপনের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা। ঢাবি চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। ছবিতে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণের প্রস্তুতি।