Logo
×

Follow Us

ছবিঘর

চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১৫:০৮

চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সাজ সাজ রব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।

চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি

মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন অনুসঙ্গে পড়ছে শেষ মুহূর্তের তুলির আঁচড়।

চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি

কেউ নানা নকশার মুখোশ তৈরি করছেন, কেউ আবার ব্যস্ত সরাচিত্র নিয়ে। সিরামিক ও মাটির তৈরি তৈজসপত্র, লোকজ কারুপণ্য তৈরি চলছে পুরোদমে।

চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি

এদিকে মাঠের মধ্যে বাঁশ দিয়ে বিভিন্ন কাঠামো নির্মাণ করছে মিস্ত্রি ও শিক্ষার্থীরা। এসবের মধ্যে বড় কাঠামো হবে মায়ের কোলে সন্তান, বাঘ, ময়ূর, মোরগ, ভেড়া, নীল গাই প্রভৃতির।

চারুকলায় চলছে বর্ষবরণের প্রস্তুতি

এবারের মঙ্গল শোভাযাত্রায় তাই প্রতিপাদ্য করা হয়েছে- ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’।

এগিয়ে আসছে আবহমান বাংলার প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব উদযাপনের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা। ঢাবি চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। ছবিতে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণের প্রস্তুতি। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫