Logo
×

Follow Us

ছবিঘর

গাইবান্ধার দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ২০:১০

গাইবান্ধার দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে অঙ্কিত হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্রকলা।

গাইবান্ধার দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়

রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদ মুগ্ধসহ অসংখ্য আত্মত্যাগী শিক্ষার্থীদের প্রতিচ্ছবি ও বিভিন্ন স্লোগান।

গাইবান্ধার দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়

ছাত্র-জনতার আন্দোলনের ক্ষত গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে।

গাইবান্ধার দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড়

শিক্ষার্থীরা বলছেন, এসব চিত্রকলার মধ্য দিয়ে আন্দোলনে শহীদদের স্মরণ করা হচ্ছে। শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সৃষ্টি হওয়া নতুন বাংলাদেশকে স্বাগত জানাতে নতুনভাবে সাজানো হচ্ছে গাইবান্ধা জেলাকে। বিপ্লবের মুষ্টি ছেড়ে তরুণরা হাতে তুলে নিয়েছে রঙ-তুলি। রঙে রাঙিয়ে নতুন করে সাজানো হচ্ছে দেয়ালগুলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫