ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত আওয়ামী লীগ সরকারের অনাচার-লুটপাট নিয়ে আঁকা কয়েক’শ কার্টুন নিয়ে রাজধানীতে চলছে একটি বিশেষ প্রদর্শনী।
‘স্বৈরাচারের ১৬ বছর’ শীর্ষক এই কার্টুন প্রদর্শনী চলছে শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে।
এতে জায়গা পেয়েছে বিভিন্ন সময় আঁকা আড়াই শর বেশি কার্টুন।
প্রদর্শনীটির যৌথ আয়োজক বাংলাদেশ কার্টুনিস্ট ফোরাম ও বাংলাদেশ জাতীয় জাদুঘর।