
শুষ্ক মৌসুমের শুরুতেই ভাটাগুলােতে ইট তৈরির ধুম পড়েছে। ইট বানানোর কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

ইটভাটার রাত ৩টা থেকে শ্রমিকের দিন হয়ে কর্মদিন চলে বিকাল পর্যন্ত। কামলা দিয়ে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করেন একেকজন। ইটভাটার শ্রমিকদের কাজের সময় দেওয়া হয় না কোনো সুরক্ষা সরঞ্জাম।

প্রতিদিন ধুলার দূষণের কাজ চালিয়ে যেতে হয় তাদের। ইটভাটার চুল্লিতে দিনভর পোড়ানো ইট ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা চলে মধ্য রাত পর্যন্ত। গভীররাত থেকে শুরু করে পরদিনেও চুল্লি থেকে ইট বের করে আনতে দেখা যায় শ্রমিকদের।