বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। এই মাসে জাতীয় পতাকার কদর থাকে অন্যরকম। তাই বিজয় দিবসকে সামনে রেখে পতাকা তৈরিতে ঢাকার মাতুয়াইল এলাকায় ব্যস্ত সময় পার করছেন দর্জিরা।
বিজয়ের মাসে জাতীয় পতাকার কদর থাকে অন্যরকম।
জাতীয় পতাকা তৈরির কাজে ব্যস্ত এক নারী শ্রমীক।
বিজয় দিবসকে সামনে রেখে পতাকা তৈরিতে ঢাকার মাতুয়াইল এলাকায় ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকরা।