দেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটা। যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য। সেই সাথে পর্যটন সম্ভাবনার আলো ছড়াচ্ছে বঙ্গোপসাগরের বুকচিরে জেগে ওঠা ডুবচর। যার পরিচিতি ‘চর বিজয়’ নামে। কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ কোনে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থান এই চরটির। যেখানে অতিথি পাখি আর লাল কাঁকড়াদের বসবাস।
চারদিকে সমুদ্রের বিশাল জলরাশি আকাশজুড়ে অতিথি পাখি, গাঙচিলের ঝাঁক। বিশাল এ চরজুড়ে লাল কাঁকড়ার ছুটোছুটি আর নির্মল বাসাত মুগ্ধ করে পর্যটকদের।
চর বিজয় বাংলাদেশর অধিভুক্ত বঙ্গোপসাগরের তট হতে বিচ্ছিন্ন একটি ছোট দ্বীপ। যার আয়োতন প্রায় ৫ হাজার একরের মত। স্থানীয় মানুষের এবং জেলের কাছে এটি হাইরের চর নামে পরিচিত।
সমুদ্রের বিশাল জলরাশি আকাশজুড়ে অতিথি পাখি, গাঙচিলের ঝাঁক।
চরজুড়ে লাল কাঁকড়ার ছুটোছুটি সহজেই মুগ্ধ করে পর্যটকদের।
কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকরা যেতে পারেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ‘চর বিজয়ে’। পর্যটকদের কাছে এই চরে ভ্রমণ হতে পারে অনেকটা এ্যাডভাঞ্চার ট্যুরের মতো।