
প্রতীকী ছবি
অনেক পাখিরা চেনে মেঘের কোলাজ
রংধনু ডানা তাদের শূন্যে ধরে রাখে
আকাশের নীলভরা দু-চোখ তাদের
নীড়ের মায়ায় ভুলে বাতাসের ভাষা।
এখন আগুন খুব, খুব জোরে জ্বলে
ধোঁয়া ও আকাশ দেখি পাক খেয়ে ওঠে
আগুনেরে সভ্যতার ইতিবৃত্ত বলো
আগুনের মুখে দাও সমূহ বিলাপ!
পাখিরও আকাশ থেকে মেঘ ঝরে গেছে
রোদে ও উত্তাপে যেন স্বর্ণশস্য ছাই
ঘর ছাড়া, ঘর আছে মেঘের কানাই
পালকের পাশে জ্বলে নীল নভো-রাত।